গাইবান্ধা: গাইবান্ধায় বন্যাদু'র্গতদের ত্রাণ সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রোববার (২৬ জুলাই) সদর উপজেলার বালাসি ঘাট এলাকায় ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়ার পক্ষ থেকে ২৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ব্যবস্থাপনায় এসব ত্রাণ বিতরণ করা হয়। এ সময় শত শত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে সেনাবাহিনী।
বালাসি ঘাট এলাকায় শতাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন সেনাবাহিনীর মেজর মুজাহিদুল ইসলাম ও ক্যাপ্টেন মোহাইমিনুল ইসলাম এবং সেনাসদস্যরা। সেনাবাহিনীর সদস্যরা নৌকায় করে বিভিন্ন স্থানে গিয়ে বানভাসি মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
সেনাবাহিনীর মেজর মুজাহিদুল ইসলাম বলেন, ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়ার পক্ষ থেকে ২৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ব্যবস্থাপনায় এসব ত্রাণ বিতরণ করা হয়। আজ শতাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।