বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০, ০৮:৩৩:৩৩

'চারপা'শে এত হৃ'দ'য়বা'ন মানুষ আছেন আমার জানা ছিল না'

'চারপা'শে এত হৃ'দ'য়বা'ন মানুষ আছেন আমার জানা ছিল না'

গাইবান্ধা: ‘এত মানুষের ভালোবাসা আমাকে অ'বা'ক করেছে। আমাদের চা'রপা'শে এত হৃ'দয়বা'ন মানুষ আছেন আমার জানা ছিল না। চর'ম বি'প'দে আমার পাশে দাঁ'ড়ানো হৃ'দ'য়বা'ন মানুষগুলোকে দেখে আমি অ'ভিভূ'ত হয়েছি। এত মানুষের ভালোবাসা ও সহযোগিতা পাব ভা'বিনি। আমাকে নতুন করে বাঁ'চার স্ব'প্ন দেখালেন তারা। তাদের ঋ'ণ আমি এক জীবনে শো'ধ করতে পারব না। এজন্য আমি সবার কাছে কৃ'ত'জ্ঞ।’

ঠিক এভাবেই সবার কাছে কৃ'ত'জ্ঞতা প্র'কাশ করেছেন গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের চন্দনপাঠ গ্রামের যুবক বাদশা মিয়া। পল্লী বি'দ্যুতের কাজ করতে গিয়ে প'ঙ্গু হওয়ার নি'র্ম'ম ঘ'ট'নার বর্ণনা দিয়ে আ'হাজা'রি করেছিলেন বাদশা। তার সেই আ'হাজা'রি হৃ'দয় ছুঁ'য়েছে সবার। এরই মধ্যে অনেকে তার পাশে দাঁ'ড়িয়েছেন। সবার ভালোবাসা ও সহযোগিতায় 'ঘুরে দাঁ'ড়া'নোর স্ব'প্ন দেখছেন বাদশা।

‘বাদশার আহাজা'রি’ শিরোনামে গত রোববার নিউজে একটি মা'ন'বিক প্র'তিবে'দন প্র'কাশিত হয়। প্র'তিবেদ'নের ভি'ডিও দেখে হৃদ'য়ে দা'গ কা'টে সবার। এরপর থেকে তাকে স'হযোগি'তার জন্য অনেকে হাত বা'ড়ান। এ পর্যন্ত বাদশার মোবাইল নম্বরে কয়েক হাজার ক'ল এসেছে। ইতোমধ্যে অনেকেই তাকে স'হযোগিতা করেছেন। দেশ-বিদেশ থেকে কল দিয়ে অনেকেই বাদশার খোঁ'জখ'বর নিচ্ছেন এবং স'হযোগিতা করছেন। এরই মধ্যে বিভিন্নজনের কাছ থেকে এক লাখ টাকা স'হযোগিতা পেয়েছেন বাদশা। প্রতি মিনিটে তার কাছে স'হ'যোগিতা পা'ঠানোর কল আসে।

সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিউদ্দিন জাহাঙ্গীর বলেন, বাদশার বিষয়টি আমাদের জানা ছিল না। সংবাদ প্র'কাশের পর জেনেছি। বাদশাসহ উপজেলায় যারা বিভি'ন্ন দু'র্ঘট'নায় প'ঙ্গু ও ক্ষ'তিগ্র'স্ত হয়ে মানবে'তর জীবনযাপন করছেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের স'হযোগিতা করা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে