গাইবান্ধায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মোঃ মামুনুর রশিদ মন্ডল , গাইবান্ধা জেলা প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) এর ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে সোমবার বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কর্ণেল আবু তাহেরের প্রতিকৃতিতে মাল্যদান, র্যালী ও আলোচনা সভা। সকালে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জাসদের কার্যালয়ে ওয়াহেদুর রহমান উত্তালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা শাহ শরিফুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক গোলাম মারুফ মনা, জিয়াউল হক জনি, এসএম খাদেমুল ইসলাম খুদি, তানজিমুল ইসলাম পিটার, সুজন প্রসাদ, জান্নাতুল ফেরদৌস কানন, শুভাশিষ সাহা শুভ, আব্দুর রাজ্জাক, আতিকুর রহমান, বিশাল আহমেদ প্রমুখ।
সভায় বক্তারা একদেশ এক শিক্ষা ব্যবস্থা চালু, সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন, ৫২, ৬২, ৬৬, ৬৯, ৭১, ৯০ ও ২০১৩ এর চেতনায় অসামম্প্রদায়িক গণতান্ত্রিক, শোষণমুক্ত, সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গড়ার দাবি জানান।
৪ জানুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/প্রতিনিধি/এইচএস/কেএস
�