বৃহস্পতিবার, ০১ জুলাই, ২০২১, ০৬:০৩:১৮

হবু বউ পছন্দ না হওয়ায় ব্যাংক কর্মকর্তার আ'ত্মগো'পন, ৭দিন পর উদ্ধা'র

হবু বউ পছন্দ না হওয়ায় ব্যাংক কর্মকর্তার আ'ত্মগো'পন, ৭দিন পর উদ্ধা'র

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ি সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার আবু সুফিয়ান গত ২৩ জুন নিখোঁ'জ হন। এরপর পুলিশ ৩০ জুন রাতে তাকে ঢাকা থেকে আ'ত্মগো'পনে থাকা অবস্থায় উ'দ্ধা'র করে। 

বৃহস্পতিবার গাইবান্ধা পুলিশ সুপার এক প্রেস ব্রি'ফিং'য়ে জানান, বিয়ের জন্য পরিবারের ঠিক করা হবু বউকে পছন্দ না হওয়ায় আবু সুফিয়ান আ'ত্মগো'পন করেন বলে স্বী'কার করেছেন। পরে তাকে তার বাবা মার কাছে হ'স্তান্ত'র করেছে পুলিশ।

আবু সুফিয়ানের বাবা আবুল কাসেম জানান, গাইবান্ধা শহরের প্রফেসর কলোনির এক মেয়ের সাথে সুফিয়ানের বিয়ের দিন ঠিক করা হয় ২৪ জুন। গত ২৩ জুন বিকাল ৫টায় বিয়ের কেনাকা'টার জন্য গোবিন্দগঞ্জ উপজেলায় যান সুফিয়ান। এরপর সন্ধ্যা ৭ টা থেকে তার মোবাইল ফোন ব'ন্ধ পাওয়া যায়। তার আর কোন খোঁ'জ পাওয়া যাচ্ছিল না। তাই বা'ধ্য হয়ে পলাশবাড়ি থানায় জিডি করি।

গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম প্রেস ব্রি'ফিং'য়ে জানান, পরিবারের অভি'যোগের প্রে'ক্ষি'তে পুলিশ তৎ'পরতা শুরু করে। মোবাইল ট্রা'কিং করে সুফিয়ানের অবস্থান জানা যায়। পরে ঢাকার আদাবরের একটি বাড়ি থেকে তাকে আ'ত্মগো'পনে থাকা অব'স্থায় উ'দ্ধা'র করা হয়। পরিবার থেকে বিয়ের জন্য নির্ধারণ করা কনে পছন্দ না হবার কারণে তিনি বিয়ের মার্কেটিংয়ের কথা বলে একটি মাইক্রোবাস ভাড়া করে ঢাকা চলে যান। সেখানে আদাবরে বাড়ি ভাড়া নিয়ে তিনি আ'ত্মগো'পনে ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে