গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের রামডাকুয়া গুচ্ছগ্রামের শাহনাজ বেগম (৪২) নামের এক নারী আগুনে পু'ড়ে মা'রা গেছেন। শাহনাজ রামডাকুয়া গ্রামের মন্টু মিয়ার স্ত্রী। তিনি দীর্ঘদিন ধ'রে গুচ্ছগ্রামে বসবাস করে আসছিলেন।
এলাকাবাসী জানান, গত রবিবার মধ্যরাতের পর বিদ্যুতের শ'টসা'র্কিট থেকে গুচ্ছগ্রামের শাহনাজ বেগমের ঘরে আগুনের সূ'ত্রপা'ত। মুহূর্তের মধ্যে ঘরের ভেতরের থাকা মালামালে আগুন ধ'রে যায়। আগুন গায়ে লা'গার পর শাহনাজ ঘুম থেকে জেগে উঠে দরজা খুলে বে'র হয়ে মাটিতে লু'টিয়ে পড়েন। গুচ্ছ গ্রামবাসীর চিৎ'কারে স্থানীয়রা 'ছুটে এসে আগুন নিয়'ন্ত্রণে আনে।
পরিবারের সদস্যরা আশ'ঙ্কাজ'নক অবস্থায় শাহনাজকে উ'দ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে রংপুর পাঠানো হয়। রংপুর মেডিক্যালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ'ত ঘো'ষণা করেন। খবর পেয়ে পুলিশ সোমবার ঘটনা'স্থল পরিদর্শন করেছে।
সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ গুচ্ছগ্রাম পরিদর্শন করে নিহ'তের পরিবারকে ২ বান্ডিল টিন এবং ১০ হাজার টাকা প্রদান করেন।