গাইবান্ধা: প্রিয় আর্জেন্টিনার জন্য প্রাণ দিল গাইবান্ধার এক যুবক! স্বপন মণ্ডল (৩৪) নামের এক যুবক তার প্রিয় আর্জেন্টিনার পতাকা বাসার ছাদে টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে।
আজ বুধবার (৭ জুলাই) দুপুরে সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দ রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি একই গ্রামের নওশা মণ্ডলের ছেলে।
প্রাপ্ত তথ্য ও নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, আর্জেন্টিনার ফুটবল ভক্ত ছিলেন স্বপন মিয়া। চলমান কোপা আমেরিকা টুর্নামেন্ট উপলক্ষে তার বাসার ছাদে উঠে পতাকা টানছিলেন। এসময় ৩৩ ভোল্টের বৈদ্যুতিক তারের বিদ্যুৎস্পর্শে ছিটকে মাটিতে পড়ে জ্ঞান হারান। পরে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে স্বপন মণ্ডল মারা যান।