বুধবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২২, ০২:০৩:২০

অলৌকিক পাঁচ পা-ওয়ালা গরুর বাছুরের জন্ম, দেখতে উৎসুক জনতার ভিড়

অলৌকিক পাঁচ পা-ওয়ালা গরুর বাছুরের জন্ম, দেখতে উৎসুক জনতার ভিড়

গাইবান্ধা থেকে : গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার মনোহরপুর ইউনিয়নে অলৌকিক পাঁচ পা-ওয়ালা বাছুরের জন্ম হয়েছে কৃষক চিত্তরঞ্জন সরকারের বাড়িতে। চার পা ছাড়াও কুঁজের ভেতর থেকে আরেকটি পা বের হওয়া অবস্থায় জন্ম নেয় বাছুরটি। জন্মের পর দুই মাস ধরে স্বাভাবিকভাবে বেঁচে আছে এটি।

সরেজমিনে ইউনিয়নের খামার মামুদপুর গ্রামের ওই কৃষকের বাড়িতে দেখা যায়, তার গোয়ালঘরের বাইরের বাছুরটি বেঁধে রাখা হয়েছে। বাছুরটির চারটি পা স্বাভাবিক। পিঠের কুঁজের ভেতর থেকে আরেকটি পা বের হয়ে আছে। তবে স্বাভাবিক বাছুরের মতো চলাফেরা ও খাবার খেয়ে থাকে বাছুরটি। শারীরিক কোনো জটিলতা এখনো দেখা যায়নি।

চিত্তরঞ্জন সরকার বলেন, 'গত বছরের ২৮ নভেম্বর বাছুরটির জন্ম হয়। বাছুরটি স্বাভাবিকভাবে দুধ খাচ্ছে। এখন পর্যন্ত বাছুরটির কোনো অসুখ-বিসুখ হয়নি। বাছুর জন্মের খবরে উৎসুক জনতা প্রতিদিন বাড়িতে ভিড় করছে।' জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাছুদার রহমান সরকার জানান, জিনগত সমস্যা বা জন্মগত ত্রুটির কারণে এ ধরনের বাছুরের জন্ম হয়ে থাকে। যেহেতু গত দুই মাসে বাছুরটির শারীরিক কোনো জটিলতা হয়নি, সে ক্ষেত্রে পরবর্তীতে সমস্যা হওয়ার কথা নয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে