রানা আহাম্মেদ, গাইবান্ধা : ‘ট্রাফিক আইন মেনে চলি,সড়ক দুর্ঘটনা রোধ করি’ প্রতিপাদ্য কে সামনে রেখে ঈদুল ফিতরে ঘরমুখী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে বাড়ি ফেরার জন্য গাইবান্ধা জেলা পুলিশ কর্তৃক মাসব্যাপী পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন ও বিশেষ পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার দুপুর ১২টায় গাইবান্ধা বাসর্টামিনালের সামনে জেলা পুলিশের ট্রাফিক বিভাগের আয়োজন এই পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ফিরোজ আখতার,জেলা পুলিশের (বি-সার্কেল) মো ইলিয়াস জিকু, বিআরটিএ সহকারী পরিচালক (ইন্জিনিয়ার) মো রবিউল ইসলাম, ট্রাফিক পুলিশ অফিসার টি আই এডমিন নুর আলম,
মোটর মালিক সমিতির সভাপতি কাজী মকবুল হোসেন মুকুল, সাধারণ সম্পাদক এস এম নাজিমুল আমিন নান্নু, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলমসহ অন্যান্যরা।
প্রধান অতিথির বক্তব্যে গাইবান্ধা পুলিশ সুপার বলেন, ট্রাফিক পুলিশের যারা কাজ করেন তারা জনস্বার্থে জন্য রোদ বৃষ্টি ঝড়ে কাজ করে যাচ্ছেন। এ ছাড়া ঈদুল ফিতরের ঘরমুখী মানুষের যাতে কোনরকম ভোগান্তি না হয় সেজন্য ট্রাফিক পুলিশ আপ্রাণ কাজ করে যাচ্ছে।
এমনকি আমরা সবার সহযোগিতায় ট্রাফিক বিভাগকে একটি মডেল রূপে রুপান্তর করার চেষ্টা করছি।