রানা আহাম্মেদ, গাইবান্ধা : সবার জন্য ‘ট্রাফিক আইন মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ট্রাফিক পুলিশ জনস্বার্থে রোদ বৃষ্টি ঝড়ের মাঝে কাজ করে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে গাইবান্ধায় ফোরলেনের কাজ চলায় ট্রাফিক পুলিশের আইল্যান্ডগুলো নষ্ট হয়ে যায়।
এতে করে দাঁড়ানোর মতো ট্রাফিক পুলিশের কোনো আইল্যান্ড ছিল না। তাদের এই কষ্ট লাঘবের জন্য গাইবান্ধা সড়ক বিভাগ থেকে একটি আইল্যান্ডের ব্যবস্থা করেন। বর্তমানে এই আইল্যান্ডটি গাইবান্ধা পুরাতন জেলখানা মোড় পুলিশ ক্যাম্পের সামনে অবস্থিত।
সরেজমিনে বৃহস্পতিবার সকাল ১১টায় নতুন এই আইল্যান্ডে দাঁড়িয়ে ট্রাফিক পুলিশ সদস্যদের যানজট নিরসনের জন্য কাজ করতে দেখা যায়। গাইবান্ধা ট্রাফিক পুলিশের ইনচার্জ টি আই এডমিন নুর আলম সিদ্দিক।
তিনি বলেন,অনেক প্রত্যাশার পরে ট্রাফিক পুলিশের দাঁড়ানোর মত একটি আইল্যান্ড সড়ক বিভাগ করে দেয়।এ জন্য সড়ক বিভাগের কাছে আমরা চিরকৃতজ্ঞ।