রানা আহাম্মেদ, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা নুনিয়াগাড়ী প্রফেসরপাড়ার মো মশিউর রহমান শোহাগের সাবেক স্ত্রীর রাবেয়া খাতুন দ্বারা প্রতিবন্ধী বোন আয়শা সিদ্দিকা শাপলা ও আত্নীয় রনি বেগমকে মারধর ও লাঞ্ছিত ঘটনা ঘটেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ৪ এপ্রিল বিকেলে মশিউর রহমানের অনুপস্থিতে তার সাবেক স্ত্রী রাবেয়া খাতুন তার শারীরিক প্রতিবন্ধী বোন আয়শা সিদ্দিকা শাপলাকে অকথ্য ভাষায় গালাগাল ও মারধর করে।
কিন্তু মশিউর রহমান শোহাগ এর আত্নীয় রনি বেগম নিষেধ করলে তাকে চুলের মুঠি ধরে এলোপাতাড়ি কিল, ঘুষি ও চড়থাপ্পড় মারে। এতে করে তিনি অসুস্থ হয়ে পড়েন।
বর্তমানে রনি বেগম স্থানীয় ডাক্তার চিকিৎসা গ্রহণ শেষে বাসায় গেলেও আয়শা সিদ্দিকা শাপলা হাসপাতালে চিকিৎসাধীন। মশিউর রহমান সরকার শোহাগ সংবাদকর্মীদের জানান, বিবাদী ও তার সহযোগীরা বিভিন্ন সময় তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন।
এ জন্য তিনি সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। দায়িত্বে থাকা পুলিশের এসআই আব্দুল মান্নান সাথে মুঠোফোন কথা বলে জানা যায়, উক্ত ঘটনার বিষয় একটি অভিযোগ হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।