শুক্রবার, ০৫ জানুয়ারী, ২০২৪, ০৪:০৬:১৭

মুখোমুখি সংঘর্ষ বিজিবির টহল গাড়ি ও যাত্রীবাহী বাসের

মুখোমুখি সংঘর্ষ বিজিবির টহল গাড়ি ও যাত্রীবাহী বাসের

এমটিনিউজ২৪ ডেস্ক : গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের সঙ্গে বিজিবির টহল গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিজিবির পাঁচ সদস্যসহ আটজন আহত হয়েছেন।

শুক্রবার (৫ জানুয়ারি) সকালে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের রাইসমিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) উদয় কুমার সাহা বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে সহকারী পুলিশ সুপার জানান, বগুড়া থেকে দ্রুতগতিতে আসা জে আর পরিবহনের একটি যাত্রীবাহী বাস পলাশবাড়ীর রাইসমিল এলাকায় একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা বিজিবির টহল গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে বাসের দুই যাত্রী এবং বিজিবির টহল গাড়ির ড্রাইভারসহ পাঁচ সদস্য গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য বিজিবির পাঁচ সদস্যকে রংপুর সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জে আর পরিবহনের বাসটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে