শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ০৮:৪২:২৩

দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে বরের ওপর সাবেক স্ত্রীর হামলা

দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে বরের ওপর সাবেক স্ত্রীর হামলা

গাইবান্ধা : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বাসিন্দা শফিকুল ইসলাম (২৫) দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে তার ওপর হামলা করেছেন সাবেক স্ত্রী পারভীন ও তার স্বজনরা। 

শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর (ফকিরপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, শফিকুল ইসলাম (২৫) প্রথমে পারভীন খাতুন (২০) নামের নারীকে বিয়ে করে তালাক দিলেও দেনমোহরের চার লাখ টাকা পরিশোধ করেননি।

শুক্রবার সন্ধ্যার দিকে শফিকুল ইসলাম তার লোকজন নিয়ে এই দ্বিতীয় বিয়ে করতে মাইক্রোবাসযোগে রওনা হন।

পথিমধ্যে ফকিরপাড়া নামক স্থানে পৌঁছলে সাবেক স্ত্রী পারভীন ও তার লোকজন লাঠিসোঁটা নিয়ে হামলা করেন। এ সময় শফিকুল ও তার যাত্রীকে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হলে বরপক্ষের অন্তত তিনজন আহত হয়।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বর শফিকুল ইসলামকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে