সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ১০:০২:৩৭

গাইবান্ধায় নিম্নাঞ্চল প্লাবিত

গাইবান্ধায় নিম্নাঞ্চল প্লাবিত

মোঃ মামুনুর রশিদ মন্ডল, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ উজানের পাহাড়ী ঢল ও অবিরাম বর্ষণে গাইবান্ধার তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনা ঘাঘট ও করতোয়াসহ সবগুলো নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এসব নদীর পানি বিপদসীমা ছুই ছুই করছে।
পানি উন্নয়ন বোর্ড জানায়, কিন্তু প্রবল বেগে পানি প্রবেশ করায় গাইবান্ধার সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি ও গাইবান্ধা সদর উপজেলার ৮টি ইউনিয়নের নিম্নাঞ্চলগুলো ইতোমধ্যে প্লাবিত হয়েছে।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই মিল্টন জানান, গত রাত থেকেই তিস্তা নদীতে ব্যাপক হারে পানি বৃদ্ধি পাচ্ছে। সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর, বেলকা, কাপাসিয়া, হরিপুর, শ্রীপুরসহ বিভিন্ন এলাকার চরাঞ্চলের বাড়িঘরগুলোতে পানি উঠেছে। এদিকে গাইবান্ধায় সদর উপজেলার ব্রহ্মপুত্র নদীর চরাঞ্চল সহ বালাসী ঘাটের আশের পাশের অন্তত ১২ টি গ্রাম।
এসব এলাকার বন্যা কবলিত মানুষ গবাদি পশু নিয়ে ইতোমধ্যে নিরাপদ আশ্রয়ে যাওয়ার প্রস্ততি নিচ্ছে বলে জানা গেছে।
২২ আগস্ট ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে