রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:২৬:২৮

গাইবান্ধায় শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত

গাইবান্ধায় শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত

মোঃ মামুনুর রশিদ মন্ডল , গাইবান্ধা জেলা প্রতিনিধি: শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে গাইবান্ধায় একুশের প্রথম প্রহরে পৌর শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।

রাত ১২টা ১ মিনিটে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রথম পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর জেলা পরিষদ, আওয়ামী লীগ, বিএনপি, গাইবান্ধা পৌরসভা, বাসদ, জাসদ, সিপিবি, ওয়ার্কাস পার্টি, ছাত্রলীগ, যুবলীগ, যুবদল, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্টসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা পুষ্পমাল্য অর্পণ করেন।
নেতাকর্মীরা ভাষা শহীদদের স্মরণে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। মিছিলে অংশ গ্রহণকারীদের কণ্ঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্র“য়ারী’ গানটিও ধ্বনিত হয়। শহীদ মিনারে যে কোন ধরণের বিশৃংখলা ঠেকাতে পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়। এছাড়াও ইম্পেরিয়াল স্কুল এন্ড কলেজ তুলসীঘাট  এক বিশাল র‌্যালির আয়োজন করে, র‌্যালি শেষে বক্তব্য রাখেন পরিচালক গোলাম সরোয়ার, মামুনুর রশিদ মন্ডল ও অধ্যাপক মাহফুজা মামুন কাফিয়া অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোও পৃথক পৃথক কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে।
২১ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে