মোঃ মামুনুর রশিদ মন্ডল , গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা পৌর শহরে ট্রাক ভর্তি ৮০ বস্তায় দুই হাজার কেজি ভারতীয় জিরা আটক করেছে পুলিশ।
রোববার পৌর শহরের মুন্সিপাড়া এলাকা থেকে এসব জিরা আটক করা হয়। উদ্ধার করা জিরার মূল্যে প্রায় ৫ লক্ষ টাকা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, শহরের মুন্সিপাড়ার ব্যবসায়ী রবিন সাহার বাসার সামনে রবিবার ভোরে ঢাকা মেট্র-ড-১৪-৪৪৯৯ নম্বরের একটি ট্রাক থেকে ভারতীয় জিরা নামানো হচ্ছিল। স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়।
তিনি আরো জানান, ট্রাকে থাকা ৮০ বস্তায় দুই হাজার কেজি জিরা রয়েছে। জিরাগুলো জেলা শহরের ব্যবসায়ী রবিন সাহা বগুড়া থেকে ট্রাকে করে নিয়ে আসেন। তাৎক্ষণিক ভাবে তিনি জিরা ক্রয়ের চালানোর কিছু ফটোকপি কাগজ দেখান। কিন্তু চালানের কাগজপত্র দেখে সন্দেহ হওয়ায় তাকে মুল চালান আনার জন্য বলা হয়। জিরার চালান ও কাগজপত্র যাচাই চলছে।
বৈধ কাগজ পত্র দেখাতে না পারলে ব্যবসায়ী রবিন সাহার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।
এদিকে, ব্যবসায়ী রবিন সাহার দেখানো চালান পত্রে বুডিমারি কাস্টমস অফিসার সিরাজুল ইসলামের স্বাক্ষর রয়েছে। কিন্তিু তিনি গত তিন মাস আগে অন্যত্র বদলি হয়েছেন। এছাড়া ব্যবসায়ী রবিন সাহা প্রায়ই ভারতীয় জিরা অবৈধ্যভাবে এনে জেলার বিভিন্ন হাট-বাজারে খুচরা ও পাইকারী বিক্রি করছেন বলে অভিযোগ রয়েছে।
২২ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস