রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:০২:৫০

সুন্দরগঞ্জ ট্র্যাজেডির ৩ বছর পূর্তিতে কালো দিবস পালিত

সুন্দরগঞ্জ ট্র্যাজেডির ৩ বছর পূর্তিতে কালো দিবস পালিত

মোঃ মামুনুর রশিদ মন্ডল , গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ২০দলের সহিংসতায় ৪ পুলিশ নিহতের ৩ বছর পূর্তিতে কালো দিবস পালিত হয়েছে।

রোববার বামনডাঙ্গা শিববাড়ি মোড় শহীদ মিনার চত্বরে কালো দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। থানা অফিসার ইনচার্জ ইসরাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার আশরাফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান আঃ মতিন সরকার, বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই ওয়াহেদ আলী, বামনডাঙ্গা ইউনিয়ন আ’লীগ সভাপতি সমেস উদ্দিন বাবু, নাদিম প্রমূখ। উল্লেখ্য ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারী মানবতাবিরোধী অপরাধে দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর ২০দলের সহিংসতা, অগ্নি সংযোগসহ বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ৪ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করার মত ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে দিবসটিকে কালো দিবস হিসেবে আখ্যায়িত করা হয়। গ্রহণ করা হয় বিভিন্ন কর্মসূচী। কালো দিবসের তৃতীয় বর্ষপূুর্তিতে শোক র‌্যালী, নিহত চার পুলিশের স্মৃতি স্তম্ভে পূষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরিশেষে এক কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।
২৮ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে