সোমবার, ০৭ মার্চ, ২০১৬, ১১:২৭:২০

মধ্যরাতে বাসচাপায় পুলিশ কর্মকর্তা নিহত

মধ্যরাতে বাসচাপায় পুলিশ কর্মকর্তা নিহত

গাইবান্ধা: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় বাসচাপায় পুলিশের এএসআই মো. ওবায়দুর রহমান (৪১) নিহত হয়েছেন। নিহত ওবায়দুর রহমান রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় ডেপুটেশনে ছিলেন।

রবিবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের ফুলবাড়ি হাওয়াখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওবায়দুল রহমান দিনাজপুর জেলার নাবাবগঞ্জ উপজেলার মৃত আবদুল ওয়াহেদের ছেলে।

গোবিন্দগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আবদুল গফুর জানান, ওবায়দুর রহমান গোবিন্দগঞ্জ থানার পুলিশ কর্মকর্তাদের সঙ্গে রবিবার রাতে রংপুর-ঢাকা মহাসড়কে ডিউটি করছিলেন।

তিনি জানান, রাত সাড়ে ৩টার দিকে তিনি হাওয়াখানা ব্রিজ এলাকায় পুলিশের পিকআপভ্যান থেকে নেমে মহাসড়কের পাশে প্রকৃতির ডাকে সাড়া দিতে যান। এ সময় ঢাকাগামী একটি বাস তাকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, লাশ ময়নাতদন্তের জন্য সোমবার সকাল ১০টার দিকে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে বাসটি শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।
০৭ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে