সোমবার, ১৪ মার্চ, ২০১৬, ০৬:৫০:৪৪

নৃত্য শিল্পী তাসলিমা ও ফাহিমের ৪টি স্বর্ণ পদক লাভ

 নৃত্য শিল্পী তাসলিমা ও ফাহিমের ৪টি স্বর্ণ পদক লাভ

মোঃ মামুনুর রশিদ মন্ডল , গাইবান্ধা জেলা প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা আয়োজিত ‘জাতীয় সাংস্কৃতিক ও বঙ্গবন্ধু শিশু কিশোর পদক প্রতিযোগিতা ২০১৫’ তে অংশ গ্রহণ করে ৪টি স্বর্ণ পদক লাভ করেছে গাইবান্ধার নৃত্য শিল্পী তাসলিমা ও ফাহিম।
গত ১২ মার্চ ঢাকা উদয়ন বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ.আ.ম.স আরেফিন সিদ্দিক, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান  চৌধুরী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগীত শিল্পী অনুপ ঘোষ। সারাদেশের ৬৪টি জেলার শিশু-কিশোর শিল্পীরা এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। এরমধ্যে গাইবান্ধার দু’জন গুণী শিল্পী ৪টি স্বর্ণ পদক লাভ করতে সক্ষম হয়। ‘গ’ গ্র“প থেকে গাইবান্ধার ঐতিহ্যবাহি সুরবানী সংসদের শিশু নৃত্য শিল্পী তাসলিমা আকতার সাধারণ নৃত্য ও লোক নেৃত্যে অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করে স্বর্ণ পদক প্রাপ্ত হয়। সে সদর উপজেলার তুলসীঘাট মধুপুর গ্রামের বাসিন্দা ও বল্লমঝাড় ১নং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তোফাজ্জল হোসেন মৃধা ও বিলকিছ বেগমের মেয়ে। তাসলিমা আকতার আহম্মেদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজের নবম শ্রেণীর ছাত্রী।
এছাড়া ‘ক’ গ্র“প থেকে গাইবান্ধার ঐতিহ্যবাহি সুরবানী সংসদের শিশু নৃত্য শিল্পী মো. অনুরাগ আকন্দ ফাহিম সাধারণ নৃত্য ও লোক নেৃত্যে অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করে স্বর্ণ পদক প্রাপ্ত হয়। অনুরাগ আকন্দ ফাহিম সদর উপজেলার কুপতলা ইউনিয়নের ধর্মতলা গ্রামের বাসিন্দা বিদ্যুৎ বিভাগের কর্মচারি মাহবুব আকন্দ ও বুলবুলি আকতারের ছেলে। অনুরাগ আকন্দ বিএম ল্যাবরেটরী স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র। সে ইতোপূর্বে বাংলাদেশ শিশু নৃত্য দলের সাথে জাপান সফর করে সেখানে নৃত্য পরিবেশন করে প্রভূত সুনাম অর্জন করেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, পদক প্রাপ্ত এই দুই নৃত্য শিল্পীকে নৃত্য প্রশিক্ষণ প্রদান করেছেন গাইবান্ধার সুরবানী সংসদের নৃত্য বিভাগের প্রশিক্ষক একাধিক জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট নৃত্য শিল্পী রবিউল ইসলাম।
১৩ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে