গাইবান্ধা : ভ্রাম্যমাণ আদালতের অভিযান টের পেয়ে বিয়ের আসর থেকে দৌড়ে পালাল বর, কনে, কনের বাবা-মা ও বরযাত্রীসহ অতিথিরা। এতে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল কনে আছমা খাতুন (১৬)।
একইসঙ্গে বাল্যবিয়ের সহযোগিতা করার দায়ে বর ও বরযাত্রী নিয়ে আসা মাইক্রোবাসচালক, ইঞ্জিনচালিত ভটভটি চালক ও ডেকোরেটর মালিককে সাড়ে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সাদুল্যাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের চাঁদ করীম গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চাঁদ করিম গ্রামের আনিছার রহমানের মেয়ে আছমা খাতুনের (১৬) সঙ্গে পার্শ্ববর্তী এনায়েতপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে এজাহারুর ইসলামের বিয়ে ঠিক হয়।
তারা জানান, শুক্রবার রাতে কনের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। এ সময় বরযাত্রী কনের বাড়িতে উপস্থিত হয়। শুধু বিয়ে পড়ানোর আনুষ্ঠানিকতা ছিল বাকি।
ঠিক সেই মুহূর্তে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায় কনের বাড়িতে। কিন্তু অভিযান টের পেয়ে কনে, কনের বাবা-মাসহ আত্মীয়-স্বজন ও বরসহ বরযাত্রীরা দৌড়ে পালায়।
সাদুল্যাপুর উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাহনাজ আকতার জানান, ইউএনও'র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ফরিদপুর ইউপি চেয়ারম্যান নুর আজম মণ্ডল নীরবসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহসান হাবীব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই কিশোরীকে যাতে বাল্যবিয়ে দেয়া না হয় সে জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ উপস্থিত গ্রামবাসীকে নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশ না অমান্য করলে কনের বাবা-মা ও বরের বাবা-মাকে আইনের আওতায় আনা হবে।
১৬ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম