গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দুর্গম চরাঞ্চলে জঙ্গিবিরোধী বিশেষ অভিযান শেষ হয়েছে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত থেকে শুরু হয়ে প্রায় ১০ ঘণ্টার এ অভিযান শেষ হয় শুক্রবার সকাল ১০টায়।
অভিযানকালে ২টি বাড়ি থেকে পরিত্যক্ত ২টি রামদা, ২টি ক্রিজ ও ২টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহম্মেদ।
তিনি জানান, ফুলছড়ি উপজেলার দুর্গম চর পূর্ব গাবগাছি, খোলাবাড়ি, দেলাগাড়ি ও টেংরাকান্দির চরে অভিযান চালানো হয়। বিশেষ এ অভিযানে র্যাব ও পুলিশের ১৫০ জন সদস্য অংশ নেন।
২২ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম