শনিবার, ২৩ জুলাই, ২০১৬, ০৫:০৪:০৯

শোলাকিয়ায় হামলাকারী শফিউলের আশ্রয়দাতা আটক

শোলাকিয়ায় হামলাকারী শফিউলের আশ্রয়দাতা আটক

গাইবান্ধা : কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলাকারী শফিউল ইসলাম যে বাড়িতে ভাড়া ছিলেন সেই বাড়ির মালিক মো. আনোয়ার হোসেনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।  শনিবার সকালে র‌্যাব-১৩-এর কমান্ডার মো. আতিক হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব-১৩-এর কমান্ডার জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আনোয়ার হোসেনকে আটক করা হয়েছে।  তিন মাস ধরে শফিউল তারই আশ্রয়েই ছিলেন।

শফিউলের বিরুদ্ধে শোলাকিয়ার ঈদ জামাতে হামলা ছাড়াও পঞ্চগড়ের দেবীগঞ্জের গৌড়ীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায় হত্যায় সরাসরি জড়িত থাকার অভিযোগ আছে।  আটককৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান মো. আতিক।

পুলিশ সূত্র জানায়, কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠের কাছে হামলাকারীরা তিন মাস আগে আনোয়ার হোসেনের বাসা ভাড়া নিয়েছিলেন।  তাকে আশ্রয়দাতা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ওই বাসা কিশোরগঞ্জ শহরের নীলগঞ্জ মোড়ের পাশে। ঘটনাস্থল থেকে এক কিলোমিটারের মধ্যে।
২৩ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে