হবিগঞ্জ থেকে : হবিগঞ্জে করোনা ভাইরাসের প্রভাবে টমেটো ও বেগুনের দাম কম যাওয়ায় কৃষকদের মাথায় হাত। শনিবার হবিগঞ্জ শহরে চাষি বাজারে টমেটো ও বেগুন ৩/৪ টাকা কেজি হিসেবে বিক্রি হয়েছে। এতে করে কৃষকদের পরিবহন ব্যয় পোষাতেই হিমশিম খেতে হচ্ছে।
শনিবার সকালে সরেজমিনে চাষি বাজারে দেখা যায়, অনেক কৃষক তাদের জমিতে উৎপাদিত সবজি বিক্রি করার জন্য নিয়ে এসেছেন। এর মাঝে সবছেয়ে বেশী ছিল টমেটো আর ডাটা। অন্যান্য সবজিও ছিল প্রচুর পরিমাণে। কিন্তু বাজারে সবজির দাম না থাকায় কৃষকদের মন বিষ'ণ্ণ ছিল।
চাষি বাজার থেকে ৫ কিলোমিটার দূরের মাহমুদপুর গ্রামের কৃষক আব্দুল জলিল এসেছিলেন তার জমির ৪৫০ কেজি টমোটে নিয়ে। দুটি ইজিবাইক ৩০০ টাকায় রিজার্ভ করে বাজারে আসেন তিনি। কিন্তু বাজারে এসে দেখেন টমেটোর দাম একেবারেই কম। পাইকাররা ৩ টাকা কেজি দরে কেনার জন্য প্রস্তাব দেয় তার টমেটো। তিনি বলেন ৫ টাকা করে দিতে। আব্দুল জলিল জানান, এই টাকায় বিক্রি করে গাড়ি ভাড়া এবং শ্রমিকের মজুরিই পাওয়া যাবে না।
হবিগঞ্জ শহরতলীর বহুলা গ্রামের ফজল মিয়াও টমেটো এনে বেকা'য়দায় পড়েন। ভোর বেলায় এসে বসে থাকার পরও কোনোভাবেই ক্রেতা পাচ্ছিলেন না। বাজার ঘুরে দেখা যায়, টমেটো ৩/৪ টাকা, বেগুন ৩/৫ টাকা, ডাটা দুই টাকা হালি দরে বিক্রি হচ্ছে। করম আলী নামে এক পাইকার জানান, করোনার কারণে গাড়ি ভাড়া বেশী। এরে উপর নেই ক্রেতা। দামও কম। কৃষকদের এখন মাথায় হাত। করোনা না থাকলে এখন যে দামে সবজি বিক্রি হচ্ছে তার ৪ গুণ দাম পাওয়া যেত।