সিদ্ধার্থ সিধু : যশোর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য পীযুষ কান্তি ভট্টাচার্য আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় যশোর জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বইছে।
দীর্ঘদিন পর দেশের বৃহৎ এই দলটির এমন গুরুত্বপূর্ণ পদে যশোরের কেউ স্থান পেলেন। বর্তমানে তাদের আনন্দের সীমা নেই। পীযুষকান্তি ভট্টাচার্য সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়ার খবরে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেছেন। একই সাথে তারা দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
সভাপতিমণ্ডলীতে নতুন অন্তর্ভুক্ত পীযুষ কান্তি ভট্টাচার্য যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। এর আগের কমিটিতেও তিনি একই পদে ছিলেন। এছাড়া তিনি ১৯৭২ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পীযুষকান্তি ভট্টাচার্য দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতিতে যুক্ত।
তার ভাই স্বপন ভট্টাচার্য্য চাঁদ যশোর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক ছিলেন। ৫ জানুয়ারির নির্বাচনে তিনি যশোর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট টিপু সুলতানকে পরাজিত করে সংসদ সদস্য হন।
২৩ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি