এস আর সাঈদ, কেশবপুর প্রতিনিধি: মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, ধর্ম মানুষকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করেছে। মুসলমানদের ধর্মীয় উৎসবে যেমন সকল ধর্মালম্বীরা উপস্থিত থাকেন তেমনি হিন্দুসম্প্রদায়ের সকল ধর্মীয় উৎসবেও সকল ধর্মবিলম্বীরা উপস্থিত থাকেন। ধর্মীয় দীক্ষা মানবজীবনে সঠিক পথের সন্ধান দেয়। তিনি সকলকে ধর্মীয় মনোভাব নিয়ে সমাজে ভাল কাজ করার আহ্বান জানান।
শুক্রবার রাতে কেশবপুর উপজেলার পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির চত্ত্বরে শ্রীশ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের ১৮২ তম জন্ম তিথি উপলক্ষে ধর্মসভা ও সঙ্গীতানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মন্দিরের পুরোহিত সাধন চক্রবর্তীর সভাপতিত্বে ও শিক্ষক উজ্জ্বল ব্যানার্জীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, সাংসদ হ্যাপী বড়–য়া, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক শ্যামল সরকার, উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, থানার তদন্ত ওসি শেখ মাসুদুর রহমান ও পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল।
শুভেচ্ছা বক্তব্য রাখেন মন্দির কমিটির সভাপতি শম্ভুনাথ বসু এবং ধর্মীয় আলোচনা করেন যশোর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের আতœবিভানন্দ মহারাজ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পঁজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার মুখার্জী, প্রচার সম্পাদক গৌতম রায়, সদস্য পলাশ মল্লিক, আওয়ামী লীগনেতা গোলাম মোস্তফা, যুবলীগ নেতা আমিনুর রহমান খান প্রমুখ।
২৪ ফেব্রুয়ারী ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস