যশোর : জনপ্রিয় অভিনেত্রী শাবানার স্বামী চলচ্চিত্রকার ওয়াহিদ সাদিক রাজনীতিতে আসছেন। যশোরের কেশবপুর থেকে আওয়ামী লীগের টিকিটে আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী তিনি।
ওয়াহিদ সাদিক বলেন, অসুস্থ চিত্র পরিচালক আজিজুর রহমানের চিকিৎসা সহযোগিতার বিষয়ে আলাপ করতে সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাই। চলচ্চিত্র শিল্পের প্রতি প্রধানমন্ত্রীর আন্তরিকতা দেখে মুগ্ধ হয়েছি। আলাপের এক পর্যায়ে প্রধানমন্ত্রী আমাকে বলেন, শাবানা তো আর চলচ্চিত্রে আসবেন না। আপনি আসুন।’
ওয়াহিদ সাদিক বলেন, একই সঙ্গে আমি রাজনীতিতে আগ্রহী জানতে পেরে এ ব্যাপারেও তিনি আমাকে উৎসাহিত করেন। যশোরের কেশবপুর থেকে আগামী নির্বাচনে হয়তো আমি সংসদ সদস্য প্রার্থী হতে পারি। আমি প্রধানমন্ত্রীকে বলেছি আপনি হুকুম করলে অবশ্যই আমি নির্বাচন করব।
উল্লেখ্য, ওয়াহিদ সাদিকের বড় ভাই এ এস এইসকে সাদেক ১৯৯৬ সালে যশোর-৬ (কেশবপুর) আসন থেকে নৌকা প্রতীকে জয় লাভ করে শিক্ষামন্ত্রী হয়েছিলেন। ২০০১ সালেও একই আসন থেকে নৌকা প্রতীকে অল্প ভোটের ব্যবধানে জয়লাভ করেন। ২০০৭ সালের ৯ সেপ্টেম্বর তার মৃত্যু পর ২০১৪ সালের নির্বাচনে কেশবপুর থেকে নৌকা প্রতীকে নির্বাচন করে জয়লাভ করেন সাদেকের স্ত্রী ইসমত আরা সাদেক। তিনি বর্তমান সরকারের জন প্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসবি