এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে : যশোরের কেশবপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের পক্ষে বুধবার বন্যাদূর্গত ১০ টি আশ্রয় কেন্দ্রের ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এস এম সাইফুর রহমানের সভাপতিত্বে কেশবপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে প্রধান অতিথি হিসাবে ত্রাণ সামগ্রী বিতরণ উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী একান্ত সচিব মঞ্জুরুল হাফিজ।
বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, জেলা পরিষদ সদস্য হাসান সাদেক, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কবীর হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিরঞ্জন চক্রবর্তী।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, আওয়ামী লীগনেতা আফছার উদ্দীন গাজী, সাহিদুজ্জামান শাহিন প্রমুখ।
এমটিনিউজ/এসএস