যশোর থেকে : শিক্ষামন্ত্রীর পা জাপটে ধরে ও সড়কে শুয়ে পড়ে এমপিওভুক্তির দাবি জানালেন স্বীকৃতিপ্রাপ্ত ননএমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠনের শিক্ষক-কর্মচারীরা। বৃহস্পতিবার সকালে যশোরে এ ঘটনা ঘটে।
বেলা ১২টার দিকে প্রেসক্লাব যশোরের সামনে শিক্ষামন্ত্রীর গাড়িবহর থামিয়ে এ দাবি জানান তারা। এসময় শিক্ষামন্ত্রী অর্থমন্ত্রণালয় থেকে অর্থ ছাড় করার পর তাদের ব্যাপারে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
বৃহস্পতিবার সকাল ৯টায় যশোর উপশহরের ক্রীড়া উদ্যানে দেশের ৮টি শিক্ষা বোর্ডের উদ্যোগে আয়োজিত ৪৬ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে শিক্ষামন্ত্রী সার্কিট হাউসে ফেরার পথে এ ঘটনা ঘটে।
শিক্ষামন্ত্রীর যশোর আসার খবর পেয়ে স্বীকৃতিপ্রাপ্ত ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের দুই হাজারের বেশি শিক্ষক-কর্মচারী সকাল সাড়ে ৯টার দিকে সার্কিট হাউস সংলগ্ন প্রেসক্লাব যশোরের সামনে অবস্থান নেন। তবে সকাল ৯টায় মন্ত্রী তার নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে চলে যান।
এসময় মন্ত্রীর ফিরে আসার জন্য মানববন্ধন সহকারে ননএমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা অপেক্ষায় থাকেন। পরে বেলা ১২টার কিছু আগে মন্ত্রীর গাড়িবহর প্রেসক্লাবের সামনে পৌঁছালে তারা মানববন্ধন ছেড়ে সড়ক অবরোধ করে গাড়িবহরের গতিরোধ করেন।
এসময় শিক্ষকরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে শিক্ষকরা সড়কে শুয়ে পড়েন। অনেকটা বাধ্য হয়ে গাড়ি থেকে নামেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এসময় একজন নারী শিক্ষক ভিড় ঠেলে গিয়ে মন্ত্রীর পা জাপটে ধরে কান্নাকাটি শুরু করেন। ওই নারী শিক্ষক বৈষম্যের কারণে তাদের মানবেতর জীবনযাপনের বিষয়টি তুলে ধরে এমপিওভুক্তির দাবি জানান।
এমটিনিউজ/এসএস