রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭, ০২:০৭:২৯

যশোরে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা, পুলিশি অভিযান শুরু

যশোরে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা, পুলিশি অভিযান শুরু

যশোর থেকে : যশোরে ছাত্রলীগের সাবেক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মনোয়ার হোসেন ইমন (৩২) জেলা ছাত্রলীগের সদ্যবিদায়ী কমিটির সহসভাপতি ও স্থানীয় আনোয়ার হোসেনের ছেলে।

গতকাল শনিবার রাত পৌনে ১২টার দিকে শহরের বেজপাড়া গুলগোল্লা মোড়ে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। জড়িতদের আটক করতে পুলিশি অভিযান শুরু হয়েছে

প্রতিবেশী সোহাগ হোসেন জানান, রাত ১১টার দিকে গুলগোল্লা মোড়ের কালামের দোকানে বসে বন্ধুদের সঙ্গে লুডু খেলছিল মনোয়ার হোসেন ইমন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত অন্ধকারে এগিয়ে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। দুটি গুলি ইমনের বুকে লাগে। এরপর দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়।

যশোর কোতোয়ালি থানার ওসি আজমল হুদা জানান, গুলগোল্লা মোড়ে ইমনকে লক্ষ্য করে দুই-তিনজন দুর্বৃত্ত তার বুকে দুই রাউন্ড গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। জড়িতদের আটক করতে পুলিশি অভিযান শুরু হয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল শাহী বলেন, রাত ১১টার দিকে শামীম বেজপাড়ার নিজ এলাকায় দাঁড়িয়ে থাকার সময় সন্ত্রাসীরা মোটরসাইকেলে এসে শামীমকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। কারা কী কারণে হত্যা করেছে জানতে চাইলে বলেন, ‘বিভিন্ন সময় শহরে যারা অস্ত্র নিয়ে মহড়া দেয়, তারাই শামীমকে হত্যা করেছে।’

জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল বলেন, শামীম আমার কমিটির সহ-সভাপতি ছিল। হত্যার জন্য বিপুল যশোর সদরের এমপি কাজী নাবিল আহমেদ এবং সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত নাথকে দায়ী করেন।
 
কোতয়ালি থানার ওসি জানান, ইমন এলাকায় ভালো ছেলে হিসেবে পরিচিত। হত্যার খবর পেয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ হাসপাতালে ভীড় করেন। অনেকেই কান্নায় ভেঙে পড়েন।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে