রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭, ১১:১৩:৪০

শিক্ষকের কাছ থেকে হারিয়ে গেছে জেএসসির উত্তরপত্র

শিক্ষকের কাছ থেকে হারিয়ে গেছে জেএসসির উত্তরপত্র

নিউজ ডেস্ক : যশোরে এক শিক্ষকের কাছ থেকে হারিয়ে গেছে জেএসসির ২০০ খাতা (উত্তরপত্র)। যশোর শিক্ষাবোর্ড থেকে মোটরসাইকেলে করে বাগেরহাটের কচুয়ায় নিয়ে যাওয়ার সময় খাতাগুলো রাস্তায় পড়ে যায় বলে জানিয়েছেন কচুয়া আন্দারমানিক বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পিটুল মিত্র।

তিনি জানিয়েছেন, শনিবার তিনি মোটরসাইকেলযোগে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে যান। জেএসসির ২০০ শিক্ষার্থীর খাতা নিয়ে তিনি দুপুর সাড়ে ১২টার দিকে কচুয়ার দিকে রওনা হন। খাতাগুলো মোটরসাইকেলের পিছনে বাঁধা ছিল।

যশোরের অভয়নগরের নওয়াপাড়া রেলক্রসিংয়ের কাছে গিয়ে তিনি পেছন ফিরে লক্ষ্য করেন খাতাগুলো নেই। তিনি সেখানে খোঁজ করেন এবং যশোরে ফিরে আসেন। বিষয়টি তিনি তাৎক্ষণিক যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্রকে জানান। পরে তিনি কোতোয়ালি থানায় গিয়ে একটি জিডি করে।

শিক্ষক পিটুল মিত্র জানিয়েছেন, তিনি অনেক স্থানে খোঁজ করেছেন কিন্তু পাননি। যদি কেউ পেয়ে থাকেন তাহলে তার মোবাইল নম্বর ০১৮৭৪-০৯০৫৪৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।

এমটিনিউজ২৪/এম.জে/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে