শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫, ১০:১৮:৫৫

শনিবার সকাল ১০টায় যশোরে আখেরি মোনাজাত

শনিবার সকাল ১০টায় যশোরে আখেরি মোনাজাত

যশোর প্রতিনিধি : যশোরে বিশ্ব ইজতেমার আঞ্চলিক পর্বের দ্বিতীয়দিন শুক্রবার জুমার নামাজে ইজতেমা ময়দান উপশহর এলাকায় মানুষের ঢল নামে। শহর ও দূর-দূরান্তের লাখো মানুষ ইজতেমা মাঠে জুমার নামাজ আদায় করতে ছুটে আসেন। জুমার নামাজে কয়েক লাখ মুসল্লির সমাবেশ ঘটে। মূল ইজতেমাস্থলে স্থান সংকুলান না হওয়ায় ফাঁকা জায়গা, সড়কসহ বিভিন্ন স্থানে নামাজ আদায় করেন মুসল্লিরা। বৃহস্পতিবার যশোর উপশহরে শুরু হয় বিশ্ব ইজতেমার আঞ্চলিক পর্ব। শুক্রবার দ্বিতীয়দিনে জুমার নামাজ আদায় করতে সকাল থেকে মানুষ ইজতেমা ময়দান এলাকায় আসেন। আয়োজক কমিটি সূত্র জানায়, শুক্রবার ফজরের নামাজের পর থেকে বয়ান শুরু হয়। যশোর উপশহর কলেজ মাঠ ও তৎসংলগ্ন চারটি মাঠসহ আশপাশের এলাকায় ধর্মপ্রাণ মুসল্লিরা বয়ান শোনেন। গভীর রাত পর্যন্ত চলবে বিভিন্ন জেলার তাবলিগ জামাতের মুরব্বিদের বয়ান। শনিবার সকাল ১০টায় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে ইজতেমা শেষ হবে। গাজীপুর টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় মুসল্লিদের জায়গা সংকুলান না হওয়ায় গতবছর বিশ্ব ইজতেমাকে দু’ভাগে ভাগ করা হয়। ২০১৬ সালের জানুয়ারিতে ঢাকা ও এর আশপাশের ৩২টি জেলার মুসল্লিরা টঙ্গীর ইজতেমায় অংশগ্রহণ করবেন। ১৩ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে