শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫, ০৪:৩৯:৫৪

শেষ হলো বিশেষ ইজতেমা, জানুয়ারিতে টঙ্গীতে বিশ্ব ইজতেমা

শেষ হলো বিশেষ ইজতেমা, জানুয়ারিতে টঙ্গীতে বিশ্ব ইজতেমা

যশোর প্রতিনিধি : যশোরে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো বিশেষ ইজতেমা। মোনাজাত শেষ হয় শনিবার দুপুর ১২টার দিকে। মোনাজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইল মসজিদের শূরা সদস্য তবলিগ জামাতের মুরব্বি মাওলানা আহম্মদ হোসাইন। মোনাজাতে গোটা বাংলাদেশের মানুষের শান্তি ও কল্যাণ কামনা করেন তিনি। মোনাজাতে তিনি পরম করুণাময়ের কাছে সব মুসলিম জাতি যেন সহি-সালামতে থাকতে পারেন, ঈমানের সঙ্গে দুনিয়ার সব কাজকর্ম করতে পারেন সে লক্ষ্যে মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেন। আয়োজক কমিটি সূত্রে জানা যায়, ফজরের নামাজের পর থেকে তৃতীয় দিনের বয়ান শুরু হয়। যশোর উপশহর কলেজ মাঠ ও তৎসংলগ্ন চারটি মাঠসহ আশপাশের এলাকায় ধর্মপ্রাণ মুসল্লিদের সমাগম ঘটে। তারা বয়ান শোনেন। বৃহস্পতিবার যশোর উপশহরে শুরু হয় বিশেষ ইজতেমা। বিশেষ ইজতেমায় শুক্রবার মানুষের ঢল নামে। বিশেষ করে শহর ও দূর-দূরান্তের মানুষ ইজতেমা মাঠে জুমার নামাজ আদায় করতে ছুটে আসেন। বিশেষ ইজতেমায় জুমার নামাজে কয়েক লাখ মুসল্লির সমাবেশ ঘটে। মূল ইজতেমাস্থলে স্থান সংকুলান না হওয়ায় আশপাশের ফাঁকা জায়গা, সড়কসহ বিভিন্ন স্থানে নামাজ আদায় করেন। গাজীপুর টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় মুসল্লিদের জায়গা সংকুলান না হওয়ায় গত বছর বিশ্ব ইজতেমাকে দু’ভাগে ভাগ করা হয়। আগামী বছরের জানুয়ারিতে ঢাকা ও এর আশপাশের ৩২টি জেলার মুসল্লিরা টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করবেন। ১৪ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে