যশোর থেকে : যশোরের কেশবপুরে সুমাইয়া ইয়াসমিন (১৩) নামে এক কিশোরী গুলিবিদ্ধ হয়েছে। উঠানে বসে ভাত খাওয়ার সময় রোববার দুপুরে তার পিঠে গুলিটি বিদ্ধ হয়।
সুমাইয়া কেশবপুরের বায়সা গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তার পিঠ থেকে গুলি বের করেছেন চিকিৎসক।
আব্দুর রাজ্জাক জানান, তার মেয়ে উঠানে বসে ভাত খাচ্ছিল। এ সময় একটি গুলি এসে তার পিঠে লাগার সঙ্গে সঙ্গে সে মাটিতে গড়াগড়ি দিয়ে চিৎকার দিতে থাকে। স্বজনরা দ্রুত তার কাছে গিয়ে পিঠ দিয়ে রক্ত পড়া দেখতে পায়। ক্ষতস্থানে গুলি রয়েছে বলেও প্রাথমিকভাবে ধারণা করা হয়। এরপর তাকে যশোর হাসপাতালে নেয়া হয়।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক হাবিবুর রহমান ভূঁইয়া জানান, মেয়েটির পিঠে এয়ারগানের গুলি লেগেছে। অস্ত্রোপচারের মাধ্যমে তা বের করা হয়েছে।
এবারে কেশবপুর থানা পুলিশের কাছে যোগাযোগ করা হলে তারা জানিয়েছেন, এমন কোন খবর তাদের জানা নেই ও এ বিষয়ে কোন অভিযোগ তারা এখনো পাননি।
এমটিনিউজ/এসএস