যশোর থেকে : যশোর জেলার ঝিকরগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবিরা নাজমুল মুন্নিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে যশোর বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঝিকরগাছা থেকে ঢাকায় যাওয়ার জন্য সে সময় যশোর বিমানবন্দরে অপেক্ষা করছিলেন তিনি।
যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজমল হুদা চেয়ারম্যান মুন্নিকে গ্রেপ্তারের কথা স্বীকার করেছেন। তিনি বলেন, মুন্নির বিরুদ্ধে নাশকতার পাঁচটি মামলা রয়েছে।
যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেরুল হক সাবু বলেন, যতদূর জানি, তার বিরুদ্ধে পুলিশ যে মামলাগুলো করেছিল, সেগুলোতে হাইকোর্ট থেকে জামিনে ছিলেন মুন্নি। তারপরও কেন তার মতো একজন নারী উপজেলা চেয়ারম্যানকে আটক করা হলো বুঝতে পারছি না।
জানা গেছে, সোমবার সকালে এক নেতা মৃত্যুর সংবাদ শুনে চেয়ারম্যান মুন্নি ঝিকরগাছা উপজেলা বোধখানা গ্রামে যান। সেখান থেকে ফিরে ১১টায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা মাসিক মিটিংয়ে অংশ নেন। মিটিং শেষে পরিষদে দায়িত্ব পালন করেন।
জরুরি প্রয়োজনে চেয়ারম্যান মুন্নি সন্ধা সাড়ে ছয়টার বিমানে ঢাকায় যাওয়ার জন্য যশোরের উদ্দেশে রওয়ান হন। নির্দিষ্ট সময়ের কিছু আগে তিনি যশোরের বিমান পৌঁছান। ৬টা ২০ মিনিনের সময় কোতায়ালি থানা পুলিশ তাকে আটক করে। সূত্র জানান, এ সময় তিনি পুলিশকে তার জামিনের কয়েকটি কপি দেখান।
জেলা বিএনপির সংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, মুন্নি নাশকতার সব মামলায় জামিনে আছেন। তার পরও পুলিশ তাকে কেন গ্রেফতার জানি না। এই রিপোর্ট লেখার সময় মুন্নি কোতয়ালী থানায় ছিলেন।
এমটিনিউজ/এসবি