যশোর: এইচএসসি পরীক্ষায় এবার যশোর বোর্ডে গতবারের থেকেও আরো খারাপ হয়েছে। এই বোর্ডে এবার পাশের হার ছিল ৬০.৪০ শতাংশ। গতবার এই ফলাফল ছিল ৭০.০২ শতাংশ। তার আগেরবার ছিল ৮৩.৪২ শতাংশ। দুই বছরের ব্যবধানে পাশের হার ২৩ ভাগই কমে গেছে।
এবার যশোর বোর্ড থেকে পরীক্ষা দিয়েছে ১ লাখ ৯ হাজার ৬৯২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬৬ হাজার ২৫৮ জন।
যশোর বোর্ডে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের মধ্যে শুধু মাত্র ইংলিশেই ফেল করেছে ৩৫ শতাংশ শিক্ষার্থী। এছাড়া মানবিকেও খারাপ হওয়ায় কমেছে পাশের হার।