বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর, ২০১৫, ০৮:৩৪:০৯

কেশবপুর পৌরসভা নির্বাচনে ৪২ জনের মনোনয়নপত্র জমা

কেশবপুর পৌরসভা নির্বাচনে ৪২ জনের মনোনয়নপত্র জমা

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বৃহস্পতিবার উপজেলা রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শরীফ রায়হান কবিরের নিকট মেয়র পদে ৩ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন ও কাউন্সিলর পদে ৩১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মেয়র পদে বিএনপি মনোনীত বর্তমান মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, আওয়ামী লীগ মনোনীত রফিকুল ইসলাম মোড়ল ও বিএনপির বিদ্রোহী প্রার্থী আলমমীর কবির বিশ্বাস মনোনয়নপত্র জমা দিয়েছেন। সংরক্ষিত ১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে শামীমা নার্গিস, মেহেরুন নেছা ও কোহিনুর বেগম, সংরক্ষিত ২নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আছিয়া বেগম, সবুরোননেছা বেগম ও মোমতাজ বেগম এবং সংরক্ষিত ৩নং ওয়ার্ডে কাউন্সিলর পদে রোকেয়া বেগম ও মনিরা খানম মনোনয়ন পত্র জমা দিয়েছেন। কাউন্সলর পদে ১নং ওয়ার্ডে ফজলুর রহমান খান, উৎপল দে, আতিয়ার রহমান, ইমতিয়াজ উদ্দীন ও আরিফুর রহমান, ২নং ওয়ার্ডে মশিউর রহমান, শাহিনুর রহমান ও আব্দুল জলিল, ৩নং ওয়ার্ডে শাখাওয়াত হোসেন, জামাল উদ্দীন, দবির উদ্দীন, মশিয়ার রহমান, জালাল উদ্দীন, আব্দুল করিম ও মিজানুর রহমান, ৪নং ওয়ার্ডে কুতুবউদ্দীন বিশ্বাস, আফজাল হোসেন বাবু ও জাহাঙ্গীর আলম, ৫নং ওয়ার্ডে আনিসুজ্জামান ও শহিদুজ্জামান শহীদ, ৬নং ওয়ার্ডে মনোয়ার হোসেন মিন্টু ও জাকির হোসেন, ৭নং ওয়ার্ডে আয়ুব হোসেন খান, আব্দুস সাত্তার খান, ওয়াজেদ খান ও বিল্লাল হোসেন, ৮নং ওয়ার্ডে আব্দুল হালিম মোড়ল, মফিজুর রহমান ও মোসলেম উদ্দীন এবং ৯নং ওয়ার্ডে শেখ এবাদত সিদ্দিক বিপুল ও আঃ বারী বিশ্বাস মনোয়নপত্র জমা দিয়েছেন। ৩ ডিসেম্বর, ২০১৫/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে