কেশবপুর পৌরসভা নির্বাচনে ৬ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই পর্বে হলফনামায় স্বাক্ষর না থাকায় ও ঋণ খেলাপির দায়ে ৬ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করেছে উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শরীফ রায়হান কবির।
গতকাল শনিবার কেশবপুর পৌরসভার নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিনে মনোনয়নপত্রের হলফনামায় স্বাক্ষর না থাকায় ও ঋণ খেলাপির দায়ে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাতিল কৃত প্রার্থীরা হলেন ২ নং ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শাহিনুর রহমান, ৩ নং ওয়ার্ডের বিএনপির বিদ্রোহী প্রার্থী আব্দুল করিম, ৭ নং ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুস সাত্তার খান ও জামায়াত সমর্থিত প্রার্থী বিল্লাল হোসেন, ৮ নং ওয়ার্ডের বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল হালিম ও ৯ নং ওয়ার্ডের বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল বারী বিশ্বাস। আজ রোববার মেয়র ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হবে।
৫ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস