রবিবার, ০৬ ডিসেম্বর, ২০১৫, ০১:৩৩:৩৪

সফল বেগুন চাষী ফারুক হোসেন মোল্যা

সফল বেগুন চাষী ফারুক হোসেন মোল্যা

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর উপজেলার সন্যাসগাছা গ্রামে বেগুন চাষে সফলতা পেয়েছেন কৃষক ফারুক হোসেন মোল্যা। জানাগেছে, উপজেলার সন্যাসগাছা গ্রামের হাজী সুজায়েত আলী মোল্যার পুত্র কৃষক ফারুক হোসেন মোল্যা (৩৫) উপজেলা কৃষি অফিস ও উপ সহকারী কৃষি অফিসারের পরামর্শে সন্যাসগাছা মৌজায় ২২ শতক জমিতে গত আগস্ট মাসের প্রথম দিকে গোল বেগুন চাষ করেন। বেগুন চাষে তাঁর উৎপাদন ব্যায় হয়েছে সর্ব সাকুল্যে ১২ হাজার টাকা। সেপ্টেম্বর মাস থেকে বেগুন গাছে বেগুন ধরা শুরু করে। এখন প্রতি সপ্তাহে প্রায় ১০ মন করে বেগুন উঠাচ্ছেন কৃষক ফারুক হোসেন মোল্যা। বর্তমানে প্রতিমন বেগুন প্রায় ১ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। তিনি এযাবত প্রায় ৮০ হাজার টাকার বেগুন বিক্রি করেছেন এবং আরো ১ লাখ টাকার বেগুন বিক্রি করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। এদিকে বেগুন বিক্রির টাকা দিয়ে কৃষক ফারুক হোসেন মোল্যা তার সংসারের ব্যায়ভার বহন করেও অতি সহজে ১ ছেলে ও ২ মেয়ের লেখাপড়ার খরচ চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার দাস জানান, বেগুন একটি লাভজনক ফসল। সঠিক জাত ও উপযুক্ত পরিচর্চার কারণে কৃষক ফারুক হোসেন মোল্যা বেগুন চাষে সফলতা পেয়েছেন। ৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে