কৃষকদের সঙ্গে বার্নিকাট
যশোর : মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট রোববার দুপুরে যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নে দুধ উৎপাদনকারী কৃষকদের সঙ্গে দেখা করেছেন। তিনি কৃষি সম্প্রসারণ প্রকল্প, টিকা দান, কৃমি মুক্তকরণ, স্বাস্থ্য ব্যবস্থাপনা ও কৃত্রিম প্রজনন কার্যক্রম পরিদর্শন করেন। এসময় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক উপস্থিত ছিলেন।
দুপুরে ব্র্যাক ট্রেনিং সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে দেয়া বক্তব্য রাখেন মার্কিন রাষ্ট্রদূত। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা করে তিনি বলেন, আমি বাংলাদেশের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য্যের এবং মানুষের আতিথেয়তার যে বর্ণনা শুনেছি তা সত্যিই প্রমাণিত হলো। এ সফর আয়োজন করার জন্য আমি মন্ত্রী মহোদয়, উনার সহকর্মী ও ইউএসএআইডির কর্মীদের ধন্যবাদ জানাতে চাই।
ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণের জন্য যুক্তরাষ্ট্র সরকারের অঙ্গীকারের কথা উল্লেখ করে বার্নিকাট বলেন, বাংলাদেশের সাথে আমরা সহযোগিতা অব্যাহত রাখবো, যাতে প্রতিটি মানুষ স্বাস্থ্যকর ও উৎপাদনশীল জীবন-যাপনের সুযোগ পায়।
তিনি বলেন, আমরা সবাই একযোগে যশোরের কৃষকদের সাথে এবং বাংলাদেশের দক্ষিণের ২০টি জেলার সাথে কাজ করবো। তাদের নতুন দক্ষতা শেখাতে নতুন কৌশল খুঁজে বের করা যাতে উৎপাদনশীল গাভীর বংশবৃদ্ধি করা যায়।
কৃষি সম্প্রসারণ কার্যক্রমের আওতায় ইউনিয়নটিকে সহযোগিতা দেয়া হচ্ছে। এ ইউনিয়নের ৩০টি দলে ৪৮০জন সদস্য দুধ উৎপাদনে সহযোগিতা পাচ্ছে।
৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর
�