যশোর: যশোর-৫ (মণিরামপুর) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০ দলীয় জোট থেকে মুফতি মুহাম্মদ ওয়াক্কাসকে প্রার্থী করায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা গণপদত্যাগ করছেন। বিএনপি ও সংগঠনের ১৭টি ইউনিয়ন এবং পৌর শাখার সভাপতি-সম্পাদকসহ দুই সহস্রাধিক নেতাকর্মী গণপদত্যাগ করেছেন।
রবিবার সকাল থেকে নেতাকর্মীরা তাদের পদত্যাগপত্র নিয়ে দলের উপজেলা কার্যালয়ে আসেন। এরপর তারা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে সেগুলো দলটির জেলা কমিটির সভাপতি বরাবর পাঠিয়ে দেওয়া হয়।
অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করে বলেন, ‘বিএনপি ও অঙ্গসংগঠনের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা এই গণপদত্যাগে স্বাক্ষর করেছেন। সন্ধ্যা পর্যন্ত বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় আড়াই হাজার নেতাকর্মী পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন বলে দলের উপজেলা অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে।
পদত্যাগের কারণ হিসেবে কাশিমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান জি এম আহাদ আলী বলেন, ‘গত এক মাসে আমার ইউনিয়নের প্রায় আড়াইশ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। মণিরামপুরে গত পাঁচ বছরে ১১-১২ জন নেতাকর্মী ক্রসফায়ারে মারা গেছেন। তাদের কারও পরিবারের খোঁজ নেওয়া তো দূরের কথা, তাদের জানাজায় মুফতি ওয়াক্কাস কেন, তার ছেলেরাও কোনও দিন আসেননি। তাছাড়া মামলার ব্যাপারে কোনও দিন ওয়াক্কাস বিএনপির নেতাকর্মীদের খোঁজও নেননি। তারপরও যদি ওয়াক্কাসকে মনোনয়ন দেওয়া হয়, সেই দুঃখ রাখার আর জায়গা নাই। তাই মনের কষ্টে পদত্যাগ করেছি।’
প্রসঙ্গত, এবারের নির্বাচনে অংশ নিতে যশোর-৫ আসনে বিএনপি তার মণিরামপুর উপজেলা সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল ও ২০ দলীয় জোট শরিক জমিয়তে উলামায়ে ইসলাম নেতা মুফতি ওয়াক্কাসকে প্রাথমিক মনোনয়ন দেয়। পরে মুফতি ওয়াক্কাসকে চূড়ান্ত করা হয়।