ঝিকরগাছা (যশোর) : যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা সাবেক সংসদ সদস্য আবু সাঈদ মুহাম্মদ শাহাদৎ হোসেনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে তাঁকে ঝিকরগাছার পুরন্দপুরের বাড়ী থেকে আটক করা হয়। আবু সাইদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানিয়েছেন, জামায়াত নেতা আবু সাঈদ মুহাম্মদ শাহাদৎ হোসেনের বিরুদ্ধে অক্টোবরের একটি নাশকতা মামলায় ওরেন্ট রয়েছে। এ মামলায় শুক্রবার সকালে তাঁকে আটক করা হয়েছে।
এদিকে, সাবেক এই সাংসদের বড় ছেলে হাবিব কাইসার জানিয়েছেন, তাঁর বাবা সব মামলায় উচ্চ আদালতে জামিনে রয়েছেন। বৃহস্পতিবার রাতে তাঁদের বাড়িতে সন্ত্রাসীলা হামলা চালিয়ে প্রার্থীর ব্যাবহৃত মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল ভাংচুর করে। এ ঘটনায় তাঁর বাবা আবু সাইদ রিটানিং অফিসার ও পুলিশ প্রশাসনকে অবহিত করেন।
শুক্রবার সকালে ঘটনার তদন্তে আবু সাইদকে বাড়িতে থাকতে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে বলেও তিনি জানান। কিন্তু পরে পুলিশ তার বাড়ি থেকে আটক করে।-কালের কণ্ঠ