যশোর থেকে : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি পদে ১৮ আগস্ট (রবিবার) মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। শ্রাবণের বাড়ি যশোর জেলার কেশবপুর উপজেলায়।
শ্রাবণ ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এর সদ্য সাবেক বৃত্তি ও ছাত্রকল্যাণ সম্পাদক পদে ছিলেন। দীর্ঘ ১৬ বছরের ছাত্ররাজনীতির কাঙ্খিত স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়ার লক্ষে তিনি সভাপতি পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এমনটিই জানা গেছে।
এবিষয়ে কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন-
“আলহামদুলিল্লাহ...
দীর্ঘ ১৬ বছরের ছাত্ররাজনীতির কাঙ্খিত স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়ার লক্ষে আজ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি পদে নমিনেশন ফরম সংগ্রহ করলাম।
আপনাদের সবার দোয়া আমার চলার পথের অনুপ্রেরণা। দীর্ঘ চলার পথে যদি কখনো কোন ভুল করে থাকি, রাজনৈতিক ভুল বুঝাবুঝি হয়ে থাকে, আপনাদের কাছে বিনয়ের সহিত অনুরোধ করবো- ছোট ভাই, সহযোদ্ধা, বন্ধু হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
সম্মানিত কাউন্সিলর বৃন্দ ও সহযোদ্ধা ভাইয়েরা, আপনাদের নিকট আকুল আবেদন থাকবে, আমি কাজী রওনকুল ইসলাম (শ্রাবণ)- সদ্য সাবেক বৃত্তি ও ছাত্রকল্যাণ সম্পাদক, কেন্দ্রীয় সংসদ। আপনাদের বিবেচনায় কেন্দ্রীয় সংসদের সভাপতি পদে যদি যোগ্য বিবেচিত হই, তাহলে আপনাদের ভোট, সমর্থন, দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করবো।
আমি কথা দিচ্ছি, আপনারা আমাকে ভোট দিন.. আমি, আপনাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের স্বপ্নের ছাত্রদল উপহার দিব, ইনশাআল্লাহ।”
ফেসবুকে তার এই পোস্টে অনেকেই শুভকামনা জানিয়ে তাকে সমর্থন দিয়েছেন। আর শ্রাবণে এই পোস্টের পর থেকেই কেশবপুরে রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে। কারণ কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এর বাবা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম যশোর জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান।
এছাড়া, শ্রাবণের বড় ভাই কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে আছেন। মেঝো ভাই কাজী মুজাহিদুল ইসলাম পান্না সাবেক যুবলীগের আহ্বায়ক ছিলেন। সেজো ভাই কাজী মাজহারুল ইসলাম সোনা প্রজন্মলীগের যুগ্ম আহ্বায়ক ও শ্রাবণের ছোট ভাই কাজী আজহারুল ইসলাম মানিক কেশবপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন।
সবমিলিয়ে প্রভাবশালী আওয়ামী লীগ পরিবারের সন্তান হয়ে শ্রাবণ কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি পদে মনোনয়ন পত্র সংগ্রহ করায় এনিয়ে চারিদিকে চলছে আলোচনা সমালোচনা। এদিকে, তার পিতা কাজী রফিকুল ইসলাম এই বিষয়ে কোন মন্তব্য করেননি।