বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯, ০৮:৫০:১৬

বিমানসেনাদের সজাগ থাকতে বললেন প্রধানমন্ত্রী

বিমানসেনাদের সজাগ থাকতে বললেন প্রধানমন্ত্রী

যশোর থেকে : দেশপ্রেম, দায়িত্ববোধ এবং শৃ'ঙ্খ'লাকে সৈনিক জীবনের পাথেয় আখ্যায়িত করে বাংলাদেশ বিমান বাহিনীর নবীন সৈনিকদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌ'ম'ত্ব র'ক্ষায় ব্রতী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘আজ থেকে আপনাদের ওপর ন্যস্ত হচ্ছে দেশমাতৃকার মহান স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব। এ দায়িত্ব পালনে আপনাদের সজাগ ও সদা প্রস্তুত থাকতে হবে।’

বৃহস্পতিবার যশোরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে '৭৬তম বাফা কোর্স' এবং 'ডিই-২০১৮' কোর্স সমাপনী উপলক্ষে আয়োজিত 'রাষ্ট্রপতি কুচকাওয়াজ-২০১৯' অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ১০৪ জন অফিসার ক্যাডেট এদিন কমিশন লাভ করেন।

প্রধানমন্ত্রী দেশমাতৃকার প্রয়োজনে সর্বো'চ্চ ত্যা'গ স্বীকারে প্রস্তুত থাকার জন্য বিমান বাহিনীর নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে হলেও দেশের স্বাধীনতা ও সার্বভৌ'ম'ত্ব র'ক্ষা করার জন্য আপনারা শপথ গ্রহণ করেছেন। কাজেই এটা হবে আপনাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ প্রধান ও প্রথম ব্রত। নিঃ'স্বা'র্থভাবে জনগণের পাশে থাকবেন এবং দেশের সেবা করবেন এটাই সবার প্রত্যাশা, যোগ করেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে