শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০, ০৮:০৬:২৩

কাদিয়ানিরা মুসলমান নয়, তাদের যারা মুসলিম ভাবে তারাও কাফের: আল্লামা শফী

কাদিয়ানিরা মুসলমান নয়, তাদের যারা মুসলিম ভাবে তারাও কাফের: আল্লামা শফী

যশোর থেকে : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও বাংলাদেশ কওমি বোর্ডের সভাপতি আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, ''কাদিয়ানিরা মুসলমান না। যারা এদের মুসলিম ভাবে বা মুসলিম বলে সন্দেহ প্রকাশ করে তারাও মুসলিম নয়। তারা কাফের। আর তাদের মসজিদকে মসজিদ বলা যাবে না ওটা মন্দির।''

আজ ১৫ ফেব্রুয়ারি শনিবার দুপুরে যশোর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত যশোর দড়াটানা মাদরাসার দাওরায়ে হাদিস (টাইটেল) ডিগ্রি অর্জনকারীদের দস্তরবন্দি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, 'কাদিয়ানিরা বাংলাদেশে মুসলিম হিসাবে নয় অন্য ধর্মলম্বীদের মতো থাকতে পারবে। মুসলিমের কবরস্থানে তাদের দাফন হয়ে থাকলে লা'শ তুলে নদীতে ভাসিয়ে দিতে হবে।'

এ সময় তিনি বলেন, ''দেশের সকল বিভাগে সফর করছি। সফর শেষে ঢাকায় সব বিভাগের লোকজন নিয়ে হাজির হব এবং প্রধানমন্ত্রীকে বলব- আপানিও তো মুসলমান। আমরা জানাতে এসেছি গোলাম আহমেদ কাদিয়ানিরা মুসলিম নয়। যারা এদের মুসলিম ভাবে বা মুসলিম বলে স'ন্দে'হ প্রকাশ করে তারাও মুসলিম নয়। তারা কাফের। এদের সাথে আত্মীয়তা করা যাবে না।''

এ সময় হেফাজতের আমির আরো বলেন, ''আমাদের নবী হযরত মোহাম্মাদ (সা.) এর পর কোনো নবী আসবে না। তিনি শেষ নবী। অথচ কাদিয়ানিরা আমাদের নবীকে শেষ নবী মানে না। গোলাম আহমেদ কাদিয়ানি নিজেকে শেষ নবী দাবি করে। ফলে তারা ও তাদের অনুসারীরা কাফের।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে