যশোর: যশোরের মনিরামপুর উপজেলার শেখ পাড়া খানপুর গ্রামের হাবিবুর রহমানের মেয়ে লিতুন জিরা। মুখ দিয়ে লিখেই মেধার স্বাক্ষর রেখেছে সে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রকাশিত বৃত্তির ফলাফলে লিতুন জিরা সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।লিতুনের একটাই ইচ্ছা, পরনির্ভর না হয়ে লেখা পড়া শিখে নিজেই কিছু করতে চায়।
স্থানীয়রা জানায়, লেখাপড়ার প্রতি প্রব'ল আগ্রহী লিতুন জিরা প্রখ'র মেধাবী। হুইল চেয়ারেই বিদ্যালয়ে আসা-যাওয়া করে এ-প্লাস পেয়ে লিতুন জিরা মেধার স্বাক্ষর রাখে।তার বাবা উপজেলার এ আর মহিলা কলেজের প্রভাষক। তিনি গত ১৭ বছর ধ'রে ওই কলেজে চাকরি করলেও আজও কলেজটি এমপিওভুক্তি হয়নি। তার বাবাই সংসারের একমাত্র উপার্জনক্ষ'ম ব্যক্তি। কিন্তু বেতন না পাওয়ায় খুব ক'ষ্টে তাদের সংসার চলে।
লিতুন জিরার বাবা হাবিবুর রহমান ও মা জাহানারা বেগম বলেন, জন্মের পর মেয়ের ভবিষ্যৎ নিয়ে নানা চিন্তা তাদের পেয়ে বসতো। এখন মেয়ের মেধা তাদের আশার সঞ্চা'র করছে। লিতুন জিরা আর ১০ জন শিশুর মতো স্বাভাবিকভাবেই খাওয়া-দাওয়া, গোসল সব কিছুই করতে পারে। মুখ দিয়েই লিখে সে। তার চমৎকার হাতের লেখা যে কারো দৃ'ষ্টি কা'ড়বে।