রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫, ০৭:১৪:০১

কেশবপুরে আব্দুস সামাদ বিশ্বাসের নির্বাচনী অফিস ভাংচুর

কেশবপুরে আব্দুস সামাদ বিশ্বাসের নির্বাচনী অফিস ভাংচুর

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর থানা বিএনপির অফিস ও বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাসের ধানের শীষ প্রতীকের ২টি নির্বাচনী অফিস ভাংচুর করা হয়েছে। এব্যাপারে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস সংবাদ সম্মেলন করেছেন। রবিবার সকালে কেশবপুর থানা বিএনপি কার্যালয়ের পশে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস জানান, তিনি জনগণের ভোটে ৪ বার কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কেশবপুর পৌরসভা গঠিত হলে পৌরবাসির ভোটে ২ বার পৌর মেয়র নির্বাচিত হয়ে শান্তিপূর্ণ পৌরবাসির সেবা করে চলেছেন। এবারও আমি বিএনপির মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে মেয়র পদে প্রতিদ্বন্দিতা করছি। আমরা চাই শান্তিপূর্ণ পরিবেশে পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হোক। কিন্তু আমার প্রতিপক্ষ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রফিকুল ইসলাম মোড়লের সন্ত্রাসী বাহিনী কেশবপুর পৌরসভা এলাকাকে অশান্ত করে তুলেছে। তারা বিগত কয়েক দিন ধরে ধানের শীষ প্রতীকের কর্মী ও সমর্থকদের মারধর ও হুমকী প্রদান করে চলেছে। শনিবার রাত আটটার দিকে প্রতিপক্ষ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রফিকুল ইসলাম মোড়লের সন্ত্রাসী বাহিনীর কামরুল, সান্টু, তাজ, মাহাবুর, ফারুক, সালাউদ্দীন, সাইফুল, টিটো, ফিরোজসহ প্রায় ৬০ জন সন্ত্রাসী তার হাবাসপোল ধানের শীষ প্রতীকের ক্যাম্পে হামলা চালায় এবং ভাংচুর করে। এরপর তারা রাত সাড়ে দশটার দিকে আমার প্রধান নির্বাচনী অফিসে হামলা চালায় এবং ভাংচুর করে। এসময় তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেশবপুর থানা শাখার কার্য়ালয়ে হামলা চালায় এবং কার্যালয়ের টিভি, চেয়ার, টেবিল ও অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি নেতা ও থানা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ, যশোর জেলা বিএনপির সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আবু বকর আবু, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম-সম্পাদক অমালেন্দ দাস অপু প্রমুখ। ২৭ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে