শনিবার, ০৪ জুলাই, ২০২০, ০৩:১২:৩৪

বেনাপোলে বাংলাদেশি ব্যবসায়ীরা আজও বন্ধ রেখেছেন ভারতীয় পণ্য আমদানি

বেনাপোলে বাংলাদেশি ব্যবসায়ীরা আজও বন্ধ রেখেছেন ভারতীয় পণ্য আমদানি

নিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে পণ্য রফতানি বন্ধের প্রতিবাদে চতুর্থ দিনের মতো ভারত থেকে পণ্য আমদানি বন্ধ রেখেছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। এতে বেনাপোল বন্দরের দুই পাড়ে আট'কা পড়েছে এক হাজারের বেশি পণ্যবাহী ট্রাক।

বন্দর সূত্রে জানা গেছে, গত তিন মাসের বেশি সময় ধ'রে বাংলাদেশি পণ্য রফতানি বন্ধ রয়েছে ভারতে। করোনার কারণে দীর্ঘ বন্ধের পর ৭ জুন বিধি মেনে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি বাণিজ্য শুরু হয়।

কিন্তু নানা টালবাহানার মাধ্যমে বাংলাদেশ থেকে পণ্য রফতানি চালু করেনি ভারত। দীর্ঘদিন শত শত ট্রাক বন্দরে আট'কে থাকায় নষ্ট হচ্ছে পণ্যের গুণগতমান। দেশীয় ব্যবসায়ীরা বলছেন, বারবার দেনদরবার করেও চালু করা যায়নি রপ্তানি কার্যক্রম। যার ফলে একপ্রকার বাধ্য হয়েই বন্ধ করে দিতে হয়েছে ভারত থেকে পণ্য আমদানি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে