রবিবার, ০৫ জুলাই, ২০২০, ০৫:৫৮:১৪

গরিবের ডাক্তার নামে পরিচিত যশোরের সেই ডা. আমজাদের করোনায় মৃত্যু

গরিবের ডাক্তার নামে পরিচিত যশোরের সেই ডা. আমজাদের করোনায় মৃত্যু

যশোর থেকে : করোনা ভাইরাসে আ'ক্রা'ন্ত হয়ে যশোরের বেনাপোলের গরিবের ডাক্তার নামে পরিচিত ডা. আমজাদ হোসেন (৬০) মা'রা গেছেন। শনিবার সন্ধ্যায় ঢাকার এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রবিবার ভোররাতে তার ম'রদে'হ বেনাপোল নিয়ে আসা হয়। 

সকালে তার প্রতিষ্ঠিত রজনী ক্লিনিকের সামনে তার জানাজা শেষে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পারিবারিক কবরস্থানে দা'ফন সম্পন্ন হয়। প্রয়া'ত চিকিৎসক আমজাদ হোসেন (৬০) বেনাপোলের বেসরকারি হাসপাতাল রজনী ক্লিনিকের মালিক। তিনি বেনাপোল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ভবারবেড় গ্রামের বাসিন্দা।

শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী বলেন, গত বুধবার (১ জুলাই) দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো নমুনা থেকে ডা. আমজাদ হোসেনের আক্রা'ন্তের রিপোর্টটি আমরা পাই। ওই দিনই দুপুরে তাকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে ঢাকা শিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তর করা হয়। 

অবস্থার উন্নতি না হওয়ায় সেখান থেকে আবারো স্থানান্তর করা হয় মিরপুর রিজেন্ট হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মা'রা যান তিনি। আমজাদ হোসেন শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ছিলেন। সম্প্রতি সরকারি চাকরি থেকে অবসর নিয়ে তিনি রজনী ক্লিনিক নামে বেসরকারি একটি হাসপাতাল করে সেখানে চিকিৎসাসেবা দিতেন। এলাকায় গরিবের ডাক্তার হিসেবে তার ব্যা'পক সুখ্যা'তি ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে