নিউজ ডেস্ক : করোনা মহামা'রির মধ্যেই চলছে বগুড়া-১ এবং যশোর-৬ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৯টা থেকে শুরু হয়ে ৫টা পর্যন্ত ভোট দেয়া যাবে। দুই আসনেই উপ-নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। যশোরে উপস্থিতি ভাল হলেও বগুড়ায় বন্যার কারণে কেন্দ্রে কম ভোটার দেখা গেছে।
করোনাকালের ভোট। তাই তো নিরাপদ দূরত্বে সব ভোটার লাইনে দাঁড়িয়েছেন। যশোরের কেশবপুর-৬ সংসদীয় আসনের উপনির্বাচনে মঙ্গলবার চোখে পড়ে এ চিত্র। করোনা দুর্যোগের মধ্যে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
ভোটাররা জানান, কেন্দ্রে প্রবেশের সময় হ্যান্ডস্যানিটাইজার দেয়া হয়েছে। এছাড়াও ৩ ফিট দূরত্বে দাঁড়িয়েছি আমরা। অপ্রীতিকর প'রিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে ৬ প্লাটুন বিজিবি সদস্য। এ আসনে মোট ভোটার ২ লাখ ৩ হাজার ১৮ জন।
যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, আইনশৃঙ্খলা প'রিস্থিতিও ভালো। ভোটারের উপস্থিতিও সন্তোষজনক। এছাড়াও ভোটারদের স্বাস্থ্যবিধি মানার বিষয়টিও চোখে পড়ার মতো। চলতি বছরের ২১ জানুয়ারি সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের মৃ'ত্যুতে আসনটি শূন্য হয়।