বুধবার, ২৯ জুলাই, ২০২০, ০৬:০৯:২৭

করোনার মধ্যে একদিনও বসেছিলাম না, আমি কাজ করেছি : তথ্যমন্ত্রী

করোনার মধ্যে একদিনও বসেছিলাম না, আমি কাজ করেছি : তথ্যমন্ত্রী

যশোর থেকে : তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, অনেকে ঘরে বসে টেলিভিশনে উঁ'কি দিয়ে সরকারের সমালো'চনা করেন। কিন্তু ঘর থেকে বের হন না। এই করোনাকালে একদিনও বসেছিলাম না। প্রতিদিন আমি কাজ করেছি। অনেকে কাজ করেছেন। আমরা জানি যে করোনায় আক্রা'ন্ত হয়ে যে কোনো সময় মৃত্যু হতে পারে। তাই বলে হাত গুটিয়ে বসে থাকার শিক্ষা আমাদের নেত্রী আমাদের দেননি।

তথ্যমন্ত্রী বলেন, 'নেত্রীও বসে নেই। তিনি কাজ করছেন। আর বিএনপির নেতারা টেলিভিশনে উঁকি দিয়ে কথা বলছেন। জনগণের পাশে নেই।' আজ বুধবার দুপুরে যশোর সার্কিট হাউস মিলনায়তনে করোনাকালীন পরি'স্থিতিতে খুলনা বিভাগের সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সফলভাবে নেতৃত্ব দেওয়ার কারণে বাংলাদেশে করোনায় আক্রা'ন্তদের মধ্যে মৃত্যুর হা'র পৃথীবীতে সর্বনিম্ম যে কয়টি দেশ তার মধ্যে বাংলাদেশ রয়েছে। করোনা বাংলাদেশে ৫ মাস এসেছে তবে একটি মানুষও না খেয়ে মৃ'ত্যুবরণ করেনি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে। কারো মধ্যে খাদ্যের জন্য কোনো হা'হাকা'র নেই।

তিনি বলেন, বর্তমান পরি'স্থিতিতে সাংবাদিক ভাই-বোনরা সম্মুখ যো'দ্ধা হিসেবে কাজ করছেন। পুলিশ বা'হিনী উদাহরণ তৈরি করেছে। সেনা সদস্যরা মানুষের পাশে দাঁড়িয়েছে। ডাক্তার-নার্সরাও তো আছেনই। এভাবে যারাই মানুষের পাশে দাঁড়িয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এই পরি'স্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছেন।

তিনি আরো বলেন, যেভাবে বাংলাদেশে সাংবাদিকদের করোনাকালীন সহায়তা দেওয়া হচ্ছে আশে পাশের কোনো দেশে দেওয়া হচ্ছে না। ভারতেও দেওয়া হচ্ছে না। নেপালে দেওয়া হচ্ছে না, পাকিস্থানেও দেওয়া হচ্ছে না। এই সহায়তা আরো সাংবাদিকদের পর্যায়ক্রমে দেওয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে