শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০১৬, ০৪:৫৫:৫১

৩ আসামির ফাঁসি কার্যকর

৩ আসামির ফাঁসি কার্যকর

যশোর থেকে : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাসদ সভাপতি কাজী আরেফ আহমেদসহ কুষ্টিয়া জেলা জাসদের ৫ নেতা হত্যা মামলার ৩ আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টা ০১মিনিটে ২ আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তারা হলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা গ্রামের উম্মত মণ্ডলের ছেলে আনোয়ার হোসেন ও সিরাজ ওরফে আবুল হোসেনের ছেলে রাশেদুল ইসলাম। অন্যদিকে, রাত ১১টা ৪৫ মিনিটে অপর আসামি একই উপজেলার রাজনগর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে সাফায়েত হোসেন হাবিবের ফাঁসি কার্যকর করা হয়। অন্যদিকে, ফাঁসি কার্যকর করাকে কেন্দ্র করে কারাগারের সামনে নেয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। প্রধান ফটকে র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়। কারাগার সূত্রের খবর, ফাঁসি কার্যকরে জন্য ঢাকা থেকে দু'জন জল্লাদকে নিয়ে আসা হয়। তারা হলেন মানিকগঞ্জের হযরত আলী ও বরিশালের গৌরনদী এলাকার তানভীর রাজু। হত্যা মামলায় এই দু'জন ৩০ বছরের সাজা খাটছেন বলে জানা গেছে। তাদের সহযোগিতা করার জন্য আরও কয়েকজনকে প্রস্তুত রাখা হয়। ৮ জানুয়ারি/এমটিনিউজ/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে